Pages

Friday, August 10, 2018

Dhaka University, Center for genocide studies.

Source: The Daily Star, August 10, 2018

Thursday, April 27, 2017

District Council- Feni

Source : The Daily Prothom Alo Date: 27.04.2017

Saturday, March 18, 2017

Sunday, February 19, 2017

Saturday, February 11, 2017

Wednesday, January 25, 2017

Education with Scholarship in Pvt. Universities (বেসরকারি বিশ্ববিদ্যালয় বৃত্তি নিয়ে পড়ালেখা).

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য নানা রকম বৃত্তি চালু আছে। বিভিন্ন কোটা ছাড়াও মেধার ভিত্তিতে ভর্তি ও টিউশন ফির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। দরিদ্র শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে কোনো কোনো বিশ্ববিদ্যালয়। এই প্রতিবেদনে থাকছে, স্নাতক পর্যায়ে দেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৃত্তির খবর।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীরা শতভাগ বৃত্তি পাবেন। এ ছাড়া সন্তোষজনক ফলাফলের ওপরও বৃত্তি পেতে পারেন। সে ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—দুটো পরীক্ষাতেই আলাদা আলাদাভাবে কমপক্ষে ৪.৮ জিপিএ থাকতে হবে। ভর্তির পরও বৃত্তি অর্জনের সুযোগ থাকছে। সেমিস্টারের ফলাফল ভালো হলে ফলাফলের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হারে বৃত্তি পেতে পারেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—দুটোতেই চতুর্থ বিষয় ছাড়া জিপিএ পাঁচ (গোল্ডেন জিপিএ পাঁচ) থাকলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শতভাগ টিউশন ফি মওকুফ করা হয়। সেমিস্টারের ফলাফলের ওপর শতকরা দশ থেকে শতভাগ পর্যন্তও বৃত্তি দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। কোনো সেমিস্টারে ‘ফোর আউট অব ফোর’ সিজিপিএ অর্জন করলে শতভাগ বৃত্তি পাওয়া যাবে। আর সর্বনিম্ন দশ শতাংশ বৃত্তি পেতে হলে সিজিপিএ হতে হবে কমপক্ষে ৩.৭০। 
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এই বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর দুটি বৃত্তি চালু রয়েছে—শতভাগ ও শতকরা পঞ্চাশ ভাগ। প্রতি সেমিস্টারের ফলাফল, গবেষণার অভিজ্ঞতা ইত্যাদি বিবেচনা করে এই বৃত্তি দেওয়া হয়।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে টিউশন ফির ওপর শতভাগ বৃত্তি নিয়ে পড়তে পারবেন, যদি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ পাঁচ থাকে। শুধু জিপিএ নয়, ভর্তি পরীক্ষার ফলাফল অনুযায়ী সেরা পাঁচজনও পাবেন শতভাগ ছাড়। সেমিস্টার ফলাফলের ওপরও বিভিন্ন হারে বৃত্তি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজনকে ব্যবসায় ও অর্থনীতি অনুষদ, চারজনকে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং একজনকে কলা ও সমাজবিজ্ঞান অনুষদে শতভাগ বৃত্তি দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। তবে এ ক্ষেত্রে কমপক্ষে শতকরা ৭৫ ভাগ নম্বর পেতে হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চতুর্থ বিষয় ছাড়া আলাদা আলাদাভাবে জিপিএ পাঁচ থাকলে ভর্তির ক্ষেত্রে শতভাগ বৃত্তি পাওয়া যাবে। অবশ্য এ ক্ষেত্রেও ভর্তি পরীক্ষায় ৭৫ ভাগ নম্বর অর্জন করতে হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চতুর্থ বিষয় ছাড়া আলাদা আলাদাভাবে জিপিএ ৪.৯০ থাকলেও ভর্তির ক্ষেত্রে ৫০ শতাংশ বৃত্তি পাবেন। সেমিস্টার ফলাফলের ওপরও বৃত্তি পাওয়ার সুযোগ আছে। 
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দুটোতেই জিপিএ পাঁচ থাকলে ভর্তির পর বৃত্তির জন্য আবেদন করা যাবে। এ জন্য দিতে হবে একটি পরীক্ষা। যাচাই-বাছাইয়ের পর মিলবে বৃত্তি। শতভাগ পর্যন্ত বৃত্তি দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। এ ছাড়া প্রতি সেমিস্টারের ফলাফলের ওপরও বৃত্তি দেওয়া হয়। এ জন্য কমপক্ষে সিজিপিএ ৩.৭৫ পেতে হবে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দুটোতেই চতুর্থ বিষয় ছাড়া আলাদা আলাদাভাবে জিপিএ পাঁচ থাকলে শতভাগ টিউশন ফি মওকুফ করা হবে। আর চতুর্থ বিষয়সহ দুটোতেই আলাদা আলাদাভাবে জিপিএ পাঁচ থাকলে ২৫ শতাংশ বৃত্তি পাবেন। এসএসসি ও এইচএসসিতে আলাদা আলাদাভাবে ৪.৮০ থেকে ৪.৯৯ রেজাল্টধারীরা দশ শতাংশ বৃত্তি পাবেন। এ ছাড়া ভর্তি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় হলে প্রথম সেমিস্টারের জন্য টিউশন ফিতে পাওয়া যাবে শতভাগ বৃত্তি। সেমিস্টারের ফলাফলের ওপর ভিত্তি করেও বৃত্তি দেওয়া হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
চতুর্থ বিষয় ছাড়া উচ্চ মাধ্যমিকে জিপিএ পাঁচ থাকলে টিউশন ফিতে ৫০ শতাংশ বৃত্তি পাওয়া যাবে। আর চতুর্থ বিষয়সহ জিপিএ পাঁচ থাকলে পাওয়া যাবে ২৫ শতাংশ বৃত্তি।
ভর্তির পর প্রতি ট্রাইমিস্টারেই প্রতিটি বিভাগের জন্য বৃত্তির সুযোগ আছে। মেধাতালিকায় ওপরের দিকে থাকা শতকরা চার ভাগ শিক্ষার্থী শতভাগ বৃত্তি পাবেন। পরবর্তী ৬ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশ বৃত্তি পাবেন। আর এর পরের ১০ শতাংশ শিক্ষার্থী পাবেন ২৫ শতাংশ বৃত্তি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
উচ্চমাধ্যমিক পরীক্ষায় সব বিষয়ে জিপিএ ৫ থাকলে ৭৫ শতাংশ বৃত্তি পাওয়া যাবে। চতুর্থ বিষয়সহ জিপিএ ৫ যাঁরা পেয়েছেন, তাঁরা পাবেন ৩০ শতাংশ করে বৃত্তি। কলা ও সমাজবিজ্ঞান অনুষদ ছাড়া অন্যান্য অনুষদের জন্য উচ্চমাধ্যমিকে জিপিএ ৪.৯ থাকলে ২০ শতাংশ বৃত্তি মিলবে। আর ৪.৮ থাকলে পাওয়া যাবে ১০ শতাংশ বৃত্তি। কলা ও সমাজবিজ্ঞান অনুষদের জন্য ৪.৯ থাকলে ২৫ শতাংশ বৃত্তি পাবেন শিক্ষার্থীরা। ৪.৮ থাকলে পাবেন ২০ শতাংশ বৃত্তি। জিপিএ ৪.৫ থেকে ৪.৭ এর মধ্যে হলে ১০ শতাংশ বৃত্তি পাওয়া যাবে। এ ছাড়া প্রতি সেমিস্টারে ফলাফলের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃত্তি দেওয়ার নিয়ম রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। 
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন
ভর্তি হওয়া ছাত্রীদের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে আর্থিক সহায়তা দেয় এই বিশ্ববিদ্যালয়। 
ধরে রাখতে হবে ভালো ফলাফল: বৃত্তি ধরে রাখতে হলে ভালো ফলাফল অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে প্রায় সব বিশ্ববিদ্যালয়েই ভিন্ন ভিন্ন নিয়মকানুন রয়েছে। নির্দিষ্ট ফলাফল ধরে রাখতে না পারলে বৃত্তি বাতিল হতে পারে।

Monday, December 5, 2016

স্কলারশিপ নিয়ে সুইডেনে উচ্চশিক্ষা

Source: Daily Prothom alo. 4.12.2016

ফজলে রাহী, উমেয়া (সুইডেন) থেকে | আপডেট: 



সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে স্কলারশিপপ্রাপ্তরা
ফেইলারস আর দ্য পিলারস অব সাকসেস (Failures are the pillars of success) ও স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস (Slow and steady win the race). এই দুটি লাইন আমার খুব পছন্দের। এই দুটি লাইনে ভর করে এবং সৃষ্টিকর্তার দয়ায় আমার এত দূর আসা। আমার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা যখন তাড়া দিতেন তখন আমার সব সহকর্মী ভালো রেটিংয়ের জন্য দৌড়ঝাঁপ শুরু করতেন। আমি ছিলাম আমার মতো। কারণ পারফেকশন আমার কাছে ছিল বেশি গুরুত্বপূর্ণ। আর দিন শেষে সবাই যখন এরর গুনতেন তখন আমি বাড়িতে।
সুইডেনে আসার গল্পটা শুরু আমার প্রাক্তন সহকর্মী জিন্নাত আপুর গুডবাই মেইল থেকে। ওই একটা মেইল ছিল আমার জন্য অনুপ্রেরণা। সুইডেনের গভর্নমেন্ট স্কলারশিপের (Swedish Institute Scholarship) জন্য চেষ্টা করা ওই তখন থেকেই। এরপর টানা তিন বছর অ্যাপ্লাই। কতগুলো সাদা মনের মানুষ, আমার বড় ভাই ও আমার সহধর্মিণীর সহযোগিতা এ ক্ষেত্রে অনস্বীকার্য।
যা হোক, সুইডেন আমার লিস্টে প্রথমে ছিল পড়াশোনার মানের কারণে। যেটা ইউরোপের মধ্যে সবচেয়ে উন্নত। বলাবাহুল্য উন্নত শিক্ষা আর গবেষণার জন্য আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে অনেকে পাড়ি জমাচ্ছেন এখানে।
পরিসংখ্যান তথ্য যাচাই করলে দেখা যাবে, বাংলাদেশ থেকে সায়েন্স রিলেটেড সাবজেক্টে স্কলারশিপ বেশি পেয়ে থাকে।
আপনি যদি স্কলারশিপের জন্য নির্বাচিত হন তবে পড়াশোনা ও লিভিং খরচ সুইডিশ ইনস্টিটিউট (Swedish Institute) বহন করবে পরবর্তী দুই বছরের জন্য। এ ছাড়া আসার জন্য পাবেন বিমান ভাড়া। গত বছর আমরা সর্বমোট ৩০ জন সিলেক্ট হয়েছিলাম বাংলাদেশ থেকে। আসার আগে রাষ্ট্রদূতের কাছ থেকে পেয়েছিলাম উষ্ণ অভ্যর্থনাও।
প্রতিবারের মতো এবারও স্কলারশিপ আবেদন শুরু হয়েছে, চলবে জানুয়ারি পর্যন্ত। সবকিছু নিজে নিজেই করতে হবে। আপনি যদি মনে করেন কোনো এজেন্ট আপনার হয়ে এ কাজগুলো করতে পারবে তাহলে আপনি বোকার স্বর্গে আছেন। নিচের দুটি ওয়েবসাইটে ভর্তি থেকে স্কলারশিপের বিস্তারিত সব তথ্য পাওয়া যাবে।

1. University Info 
2. Swedish Institute 
লেখকসুইডেনে আসার আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল শোভন, সজিব ও রেজা ভাইদের সঙ্গে। তারা এখানকার প্রাক্তন ছাত্র। আসার পর একটিবারের জন্যও মনে হয়নি আমি সম্পূর্ণ এক নতুন জায়গায়। শত ব্যস্ততার মধ্যেও বিমানবন্দরে থেকে রিসিভ করা ও ডলার ভাঙানোর আগেই খাবার ব্যবস্থা করা মনে হয় বিরল দৃষ্টান্ত। পরবর্তী বারের জন্যও আশা করি ওনারা প্রস্তুত।
পরিশেষে আমরা যারা বিদেশে পড়তে আসি সবার যেন একটাই উদ্দেশ্য হয়, পড়াশোনা শেষে দেশের জন্য কিছু করা।
*ফজলে রাহী: উমেয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফাইনান্সে অধ্যয়নরত। বহুজাতিক ব্যাংকের সাবেক কর্মক       

Wednesday, November 23, 2016

Tuesday, May 24, 2016

Scholarship For HSSC Students passed SSC in 2016

. Dutch-Bangla Bank, under its social cause program, has been awarding the scholarships to the meritorious students in need of financial aid studying at different levels of education since its beginning. DBBL awards new scholarships every year along with renewal of existing awardees.
2. The Bank has given scholarships to the deserving students from huge applications following a set of criteria such as the applicant´s academic results, financial capability, physical conditions etc. Around 90% of the scholarships have been given to the rural students and 50% to the female students.
3. Dutch-Bangla Bank has been awarding scholarships to meritorious students in need of financial aid studying at higher secondary, graduation & post graduation levels. In continuation of this program applications are invited for DBBL scholarships from meritorious students in need of financial aid who passed S.S.C./equivalent examinations in 2016 and meet the following requirements:
Academic levelMinimum CGPA (Without 4th subject), for all Groups
School/Institutions situated in city corporation areasSchool/Institutions situated in district town areasSchool/Institutions situated in rural/other areas
S.S.C. or equivalent examinations54.884.70
Academic LevelScholarship PeriodMonthly Scholarship(Taka)Annual Grant for Reading MaterialsAnnual Grant for Clothing
H.S.C.2 YearsTk. 2,000.00Tk. 2,500.00Tk. 1,000.00
Other criteria of the Scholarship:
  • Students availing scholarship from other sources (except Government scholarship) will not qualify for Dutch-Bangla Bank's scholarship.
  • 90% of total scholarships will be earmarked for students who passed S.S.C./equivalent examinations from the institutions in rural areas and 50% of total scholarships will be earmarked for female students.
  • Eligible and interested students who passed S.S.C./equivalent examinations in 2016, are requested to apply through online at: www.dutchbanglabank.com/DBBLScholarship along with the following:
    • Scanned color photograph of student (image Dimension- width:500px to 600px, Height:700px to 800px and Image Size Max-150kb)
    • Scanned color photographs of student's father and mother (image Dimension- width:500px to 600px, Height:700px to 800px and Image Size Max-150kb)
    • Scanned marksheet and testimonial of S.S.C./equivalent examinations (image Dimension- width:500px to 600px, Height:700px to 800px and Image Size Max-150kb)
    • Application opening : May 15, 2016
    • Application closing : July 31, 2016
    • Publication of preliminary selection list through website : August 10, 2016
    • Submission of original copy of all documents for verification to any of DBBL branches/Mobile Banking offices : August 11, 2016 to August 31, 2016
    • Publication of final result : To be notified later through newspaper and website.
  • Apply On line

Saturday, December 12, 2015

Friday, November 20, 2015

Monday, November 16, 2015